৪৭ শতাংশ কেন্দ্রের ফল প্রকাশ
কোয়ালিশন ছাড়াই সরকার গঠন করতে যাচ্ছে ইমরান
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৮ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
বহু নাটকীয়তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতা-বোমা হামলার নির্বাচনে সাবেক ক্রিকেটার ও পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।
ইতোমধ্যে ৪৭ শতাংশ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে ইমরান খান ও তার পিটিআই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছেন। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ও নওয়াজ শরীফের পাকিস্তান মুসলীম লীগ মিলেও ইমরান খানের সমান আসন লাভে ব্যর্থ হয়েছে।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে তেহরিক-ই-ইনসাফ পেয়েছে ১১৩ আসন, যেখানে মুসলীম লীগ-এন পেয়েছে মাত্র ৬৪ আসন। আর বিলাওয়ালের পিপিপি পেয়েছে ৪৩ আসন। এদিকে নির্বাচনী ফলাফল ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছেন পিএমএল-এন বর্তমান প্রধান শাহবাজ শরীফ।
নির্বাচনী ফলাফলে দেখা গেছে, খাইবার পাকতুনের প্রায় সবকটি আসনেই জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে লাহোরে নওয়াজ শরীফের ভোটব্যাংকেও ভাগ বসিয়েছে পিটিআই। শুধু লাহোর-ই নয় রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদেও পিটিআইয়ের কাছে ধুন্ধুমার মার খেয়েছে মুসলীম লীগ।
সূত্র: ডন
এমজে/