মীর কাসেম আলী ১ মাস সময় পেলেন
প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০২:৫৪ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার
রিভিউ আবেদন শুনানির জন্য এক মাস সময় পেলেন মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলী। ২৪ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ।
মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে প্রস্তুতির জন্য দুই মাস সময় চান। তারই শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সময়ের আবেদন মঞ্জুর করেন। রিভিউ আবেদন নাকচ হলে ফাঁসি এড়াতে তিনি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের রায়ে ওই সাজাই বহাল থাকে।