ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ভুল শোধরাতে ব্যর্থ ব্যাটসম্যানেরা: মাশরাফি

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

শেষ ওভারের জুজু কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। কেন জানি তীরে এসে তরী ডুবানোর পথ থেকে বেরুতে পারছে না ম্যাশ বাহিনী। হাতে যথেষ্ট রান ও বল থাকা সত্ত্বেও বারবার হেরে যাচ্ছে টাইগার ব্যাটসম্যানেরা। একে ভুল থেকে শিক্ষা না নেওয়ার মাসুল বলছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, বারবার একই ভুল করেও শিক্ষা নিচ্ছে না দল।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে শেষ দিকে দরকার ছিল ১৩ বলে ১৪ রান। হাতে ছিল ৬ উইকেট। তবু জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। এ পরিস্থিতি থেকেও ৩ রানে হেরে মাঠ ছেড়েছেন সফরকারীরা। ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে ২, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১, আফগানিস্তানের বিপক্ষে একইভাবে ১ রানে হার- এখনও কাঁদায় বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের।

ভুলের বৃত্ত থেকে বের না হতে পারার নেপথ্যে কী? উত্তর যেন অজানা অধিনায়কের, এর কারণ আসলে আমি নিজেও জানি না। আসলে কোন জায়গায় সমস্যা হচ্ছে- টেকনিক্যাল না মেন্টালি, বলা খুব কঠিন। বলের চেয়ে রান অনেক বেশি লাগলে একটি ব্যাখ্যা দাঁড় করানো যেত। কিন্তু ১৩ বলে ১৪ রান দরকার। তবু হার- এর কোনো ব্যাখ্যা নেই।

তবে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে কি আমরা এই ভুলের জালে আটকে গেছি। এর থেকে বাঁচতে হলে ব্যাটসম্যানদের অবশ্যই স্নায়ু ঠাণ্ডা রেখে খেলতে হবে। আর চার-ছক্কা না উড়িয়ে সিঙ্গেল-ডাবল নিয়ে খেলা শেষ করতে হবে। তবেই ভুলের বৃত্ত থেকে বেরুতে পারবো।’

এমজে/