এশিয়া কাপ খেলো না: কোহলিদের শেওয়াগ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
আসন্ন এশিয়া কাপে দুর্বল শিডিউলিংয়ের অভিযোগ এনে ভারতীয় দলকে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ভিরেন্দা শেওয়াগ। একজন খেলোয়াড়কে ওয়ানডে ম্যাচ খেলার পর অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিরতি নিতে হয় জানিয়ে শেওয়াগ বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের দেশেল ক্রিকেটাররা সময় পাবে মাত্র ১২ ঘণ্টা, এটা কোনোভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে। এর আগের দিন মূল পর্ব নিশ্চিত করা অন্য আরেকটি এশীয় দলের সঙ্গে খেলবে ভারত। এতেই বাধ সেজেছেন শেওয়াগসহ ভারতীয় ক্রিকেটের সাবেক বোদ্ধারা। তবে শেওয়াগ আছেন সর্বাগ্রে। শেওয়াগ বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত শিডিউল পরিবর্তন না করলে ওই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করা।
আমি সত্যিকার ভাবেই এই শিডিউল দেখে হতবাক। টি-২০ ক্রিকেটেই দুই খেলার মাঝামাঝি অন্তত ২ দিনের বিরতি দেওয়া হয়। অথচ দুবাইয়ের মতো অত্যধিক গরম তাপমাত্রায় একদিনেরও বিরতি দেওয়া হবে না। এটা মেনে নেওয়া যায় না। তাই আমি মনে করি, এই শিডিউলিং কখনোই সঠিক নয়। ইন্ডিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেওয়াগ বলেন, শিডিউল পরিবর্তন করা সম্ভব না হলে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত নিজ দেশের সিরিজের প্রতি নজর দেওয়া অথাব অ্যাওয়ে সিরিজের প্রতি নজর দেওয়া।
এমজে/