ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকিট ৮ অাগস্ট থেকে

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ঈদুল আযহায় ঘরমুখো মানুষের বাড়ি ফেরার জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৮ আগস্ট থেকে। ওইদিন ১৭ আগস্টের ট্রেনের টিকিট বিক্রি হবে। ৮ থেকে ১২ আগস্ট পর‌্যন্ত রোজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর‌্যন্ত টিকিট বিক্রি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

আজ বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলন করে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন তিনি।

মন্ত্রী এ সময় জানান, আগামী ২২ আগস্ট কোরবানির ঈদ ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রির এই সূচি ঠিক করা হয়েছে।

৮ থেকে ১২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। রোজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে।

রেলমন্ত্রী জানান, এবার কোরবানির ঈদের আগে চার দিন সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বিভিন্ন গন্তব্যে। এছাড়া ঈদের পর আরও ৭দিন এসব বিশেষ ট্রেন চলবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর,  ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে এসব ট্রেন চলবে। এছাড়া ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল।

এ বছর ঈদ উপলক্ষ্যে ৯ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করবে বলে জানান মন্ত্রী। এছাড়া ঈদের পাঁচদিন আগে বা ১৮ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর রুটের সব ট্রেনের ডে-অফ বাতিল করার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।

/ এআর /