ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত জানিয়েছেন চিকিৎসকরা
প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ১২:০৮ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশি বৃষ্টির কারণে সামনের দিনগুলোতে এই রোগের প্রবণতা বৃদ্ধির আশঙ্কা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তবে, কয়েকদিনের টানা বৃষ্টিতে এডিসের জীবাণু ধ্বংস হয়ে যায় বলে জানান চিকিৎসকরা। জ্বর, মাথা ও চোখে ব্যথা সহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন তারা।
সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রবণতা। ফুলের টব, ফ্রিজের পানি এমনকি জমে থাকা স্বচ্ছ পানিতেও এডিশ মশা এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর সামান্য বৃষ্টিতেই বেড়ে যায় এডিশ মশার প্রাণশক্তি। এ’কারণে বর্ষা মৌসুমে বেড়ে যায় ডেঙ্গু রোগ।
১০৩ ডিগ্রির বেশি জ্বর, ব্যথা সহ গায়ে লাল রং দেখা দিলে চিকিৎসকের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩১ হাজার ৬শ’ ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এতে মারা যায় ৩শ’ ২০ জন। এ’ বছর জুন পর্যন্ত আক্রান্ত ২৯৪ জনের মধ্যে মারা গেছে ৩ জন।
আতঙ্কিত না হয়ে, এই রোগ মোকাবেলায় সচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।
এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানালেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।