ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

দেশে অনিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৪ লাখ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সারা দেশে অনিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৪ লাখ। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার প্রধান কারণ—সাক্ষী আসে না, তাদের পাওয়া যায় না। তাই মামলাগুলোর জট বেঁধে গেছে। আমরা এখন মামলার জটে জর্জরিত।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশনে আইনমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

আইনমন্ত্রী বলেন, ঝুলে থাকা এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যে প্রতি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে ‘ডিস্ট্রিক্ট কেস কো-অরডিনেশন কমিটি’ গঠনের জন্য ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে। এই কমিটিতে ডিসি, এসপিসহ জেলা শহরে কর্মরত বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

আইনমন্ত্রী আরও বলেন, মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিদ্যমান আইনেই এ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আরকে//