আইসিসি ফ্যান অব দ্য উইক হলেন ২ বছরের আলি
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশের এক ক্ষুদে শিশু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফ্যান অব দ্য উইক নির্বাচিত হয়েছে। তবে তার গ্রামের বাড়ি কোথায় বা সে কোথায় থাকে সেটা জানানো হয়নি।
বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে আলির অনুশীলনের ভিডিও পোস্ট করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এর ক্যাপশনে লিখেছে, তার বয়স মাত্র ২ বছর। তবে ওর অফসাইড টেকনিক আসলেই দুর্দান্ত। অফসাইডে শট খেলা শিশু- তুমিই আইসিসির ফ্যান অব দ্য উইক।
ভিডিওতে বাবার সঙ্গে খেলতে দেখা যায় আলিকে। বাবা বল ছুড়েন, আর সে হিট করে। এ নিয়েও মন্তব্য করেছে আইসিসি, বাবার সঙ্গে বেশি বেশি করে খেল। একদিন বাংলাদেশের হয়ে তুমি ভালো করতে পারবে।
এসি