ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বেইজিংয়ে মার্কিন দূতাবাসে পাশে বিস্ফোরণ

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

চীনের রাজধানী বেজিংয়ে মার্কিন দূতাবাসের কাছে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে।  

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কিন্তু বেইজিং পুলিশ এটিকে ‘ফায়ার ওয়ার্ক ডিভাইস’ বলে আখ্যায়িত করেছে।  

মার্কিন দূতাবাস এলাকার দক্ষিণ-পূর্ব কোণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বেইজিংয়ের মার্কিন দূতাবাস সূত্রে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে ধোয়া বের হচ্ছে।  এদিকে এ বিস্ফোরণের ঘটনায় অনেক উৎসুক জনতাকে ঘটনাস্থলে দেখা গেছে।

এদিকে বেইজিং পুলিশ এ বিস্ফোরণ কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে। এছাড়াও আশপাশের এলাকায় নিরাপত্তা আরো বৃদ্ধি করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

এমএইচ/ এআর