রংপুর নগরীতে কমেনি গরমের মাত্রা
প্রকাশিত : ০১:০০ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০১:০০ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার
বর্ষা মৌসুম শুরু হলেও কমেনি গরমের মাত্রা। সেই সাথে আছে লোডশেডিং। তাই গরমে প্রশান্তি পেতে হাতপাখার কদর বেড়েছে রংপুর নগরীতে। বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।
রং বেরঙের সুতায় আকর্ষনীয় কারুকাজের হাত পাখার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
রংপুর নগরীর কাচারী বাজার এলাকায় ফুটপাটে বাহারী এসব পাখা সহজেই নজর কাঁড়ে ক্রেতাদের। প্রচন্ড গরমে সাথে ঘন ঘন লোডশেডিং। ফলে একটু প্রশান্তি পেতে বিকল্প নেই হাতপাখার।
জয়পুরহাট, গাইবান্ধা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাখা কিনে আরো আকর্ষনীয় করতে কারুকাজ করান পাইকারীরা। ৩০ থেকে ২শ’ টাকা দরে বিক্রি করা হয় এসব হাতপাখা- জানালেন বিক্রেতারা।