ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

‘নির্বাচনে লড়বে জাকের পার্টি’

প্রকাশিত : ০৬:১২ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জাকের পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। তিনি বলেন, দেশের সমৃদ্ধির স্বার্থে, দেশের স্বার্থে, বর্তমান সরকারকে সমর্থন দিয়ে ওই নির্বাচনে অংশ নেব।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির তৃতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, আমরা বিশ্ববাসীর কাছে, দেশের মানুষের কাছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। ওই নির্বাচন হবে ঈদের মতো। কোনো হানাহানি থাকবে না। একইসঙ্গে তিনি সোনার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে ততোক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতোক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে। এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেন, আমরা রাজনীতির অগ্রযাত্রায় থাকতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বার্থে কাজ করতে চাই। ওই নিবাচনে বর্তমান সরকারকে সমর্থন দিয়েই অংশ নিতে চাই। তবে এটা ছোট আকারে না, বৃহৎ আকারেই আমরা অংশ নিতে চাই।

আরকে//