উইকিলিকসে ই-মেইল ফাঁসের ঘটনায় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রধানের পদত্যাগের ঘোষণা
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার
উইকিলিকসে ই-মেইল ফাঁসের ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ।
প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় সম্মেলনের একদিন আগে রোববার এ ঘোষণা দেন তিনি। তবে সম্মেলন শেষেই পদ ছাড়বেন শুলজ। উইকিলিকসের ফাঁস করা প্রায় ২০ হাজার ই-মেইলে হিলারির প্রার্থীতা নিশ্চিত করতে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টির কঠোর সমালোচনা করে স্যান্ডার্স শুলজের পদত্যাগ করা উচিত বলে জানান। এদিকে এর প্রতিবাদে ফিলাডেফিয়া অঙ্গরাজ্যে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন হিলারীবিরোধীরা।