ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

বিএনপি নির্বাচনের আগেই হেরে যাচ্ছে: সেতুমন্ত্রী  

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সিটি নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা থেকে বিএনপি আগাম অভিযোগ দেওয়া শুরু করেছে। তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, বিএনপি নির্বাচনের আগেই হেরে যাচ্ছে। নির্বাচনটা এখনও হলোই না, তারা হাইপোথেটিক্যাল কিছু প্রশ্ন করছেন, যেন হেরে গেলে এগুলোকে গ্রাউন্ড হিসেবে তুলে ধরতে পারেন। তার জন্য আগাম কিছু অভিযোগ রেখে যাচ্ছেন।’  

বৃহস্পতিবার রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, এমন চিন্তা আমরা করি না। আমরা ধরেই নিয়েছি তারা নির্বাচনে আসবে। না এলে আমাদেরতো কিছু করার নেই।’

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই —বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বুধবার বাংলাদেশে অর্ধশত জায়গায় নির্বাচন হয়েছে, এখানে কি লেভেল প্লেয়িং ফিল্ডের কোনও অভিযোগ ছিল? যেহেতু ছোট ইলেকশান, এ জন্য অভিযোগ নেই। এই ইলেকশনগুলো তো এই সরকারের আমলে এই ইসির অধীনে হয়েছে।’

আগামী ঈদুল আজহার আগে সব রাস্তা মেরামত করতে সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘রাস্তা ঠিক রাখতে হবে। বৃষ্টি হচ্ছে, যে কারণে রাস্তার পিচ উঠে যাচ্ছে। বৃষ্টি বেশি হলে বা বন্যা হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমাদের ধরেই নিতে হবে বৃষ্টি হবে। রাস্তা খারাপ হবে। তখন তাৎক্ষণিকভাবে রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহার যাত্রায় সড়কে টানা বৃষ্টির কারণে ভোগান্তি হতে পারে। এমনকি দুর্ঘটনা নিয়েও ভয় রয়েছে। তাই ঈদযাত্রায় সবচেয়ে চ্যালেঞ্জিং হবে সড়ক ও জনপথ অধিদফতরের।’

উল্টোপথে গাড়ি চলাচলের ব্যাপারে কারও সঙ্গে আপস না করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি ব্যাটারিচালিত কোনও যান যেন হাইওয়েতে না ওঠে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলেন সেতুমন্ত্রী।

এসি