ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

বাংলাদেশিকে সম্মাননা দিল কাতার

প্রকাশিত : ১০:১৯ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:২২ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে তাদের গ্রেফতার করতে সহযোগিতা করায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এম আব্দুস সাত্তার নামের এক বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে।

কে এম আব্দুস সাত্তার পেশায় টেক্সি (লিমুজিন) গাড়িচালক। যাত্রীবেশে তার গাড়িতে ওঠা দুজন অপরাধীর ব্যাপারে পুলিশকে তথ্য জানান তিনি। পরে তাদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতাও করেন।

কাতার ট্রাফিক পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ খলিফাহ আলমুফতাহ স্থানীয় সময় গতকাল বুধবার এক অনুষ্ঠানে এই বাংলাদেশি চালকের হাতে সম্মাননা সনদ তুলে দেন। এ সময় তিনি কে এম আব্দুস সাত্তারের আন্তরিকতা ও সাহসিকতার প্রশংসা করে বলেন, তাকে দেখে কাতারে বসবাসরত অন্যরাও উৎসাহিত হবেন।

ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে সর্বসাধারণের উদ্দেশে এই ছবি ও খবর প্রকাশ করা হয়। ২৬ জুলাই কাতারে আরবি ও ইংরেজি জাতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। কাতারের স্থানীয় নাগরিক ও বিদেশিরা কে এম আব্দুস সাত্তারের এমন সততা ও আন্তরিকতার প্রশংসা করেছেন।

আরকে//