ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ধামরাইয়ের বাস-লেগুনা সংর্ঘষে নিহত ২

প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শ্রীরামপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলে লেগুনার চালক ধামরাই উপজেলার মধুডাঙ্গা গ্রামের সেলিম মিয়ার ছেলে কোহিনুর অপরজন লেগুনার যাত্রী কালামপুরের ফজলুল হকের ছেলে সুজনের মৃত্যু হয়। এসময় লেগুনার ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা দুটি মহাসড়ক থেকে সরিয়ে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে বলে জানান উপ-পরিদর্শক আলমগীর হোসেন। তবে এসপি গোল্ডেন লাইনের চালক জনতার ভিড়ে কৌশলে পালিয়ে যায় বলেও জানান তিনি।

আরকে//