আজ স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত : ০৮:১৯ এএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি আজ ২৪ বছরে পদার্পণ করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এছাড়া সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসএ/