ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

যৌথ সরকার গঠন করতে হবে ইমরানকে

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৪ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এরপরও এককভাবে সরকার গঠন করতে পারবেন না দেশটির ক্রিকেট ইতিহাসে একমাত্র বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। প্রায় ৯৫ শতাংশ নির্বাচনী কেন্দ্রের ফলাফল থেকে দেখা যায়, এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৭টি আসনের মধ্যে এখন পর্যন্ত পিটিআই পেয়েছে ১০৯টি আসন।

২৭২টি প্রতিদ্বন্দ্বিতামূলক আসনের জন্য গত বুধবার পাকিস্তানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৫১টি আসনে ফলাফল প্রকাশ করে পাকিস্তানের নির্বাচন কমিশন। এতে ১০৯টি আসন পেয়ে সরকার গঠনের অপেক্ষায় আছে পিটিআই। ৫৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে নওয়াজ শরীফের পিএমএল-এন। যদিও আদালতের রায়ে নির্বাচনে অংশ নিতে না পারা নওয়াজের পরিবর্তে দলের নেতৃত্ব দেন তার ভাই শাহবাজ নওয়াজ। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৩৯টি আসন নিয়ে আছে তৃতীয় অবস্থানে। বাকি ৩৭টি আসন ভাগাভাগি করে নেয় অন্যান্যরা।

দেশটির সংবিধান অনুযায়ী, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে কোন দলের প্রয়োজন হবে কমপক্ষে ১৩৭টি আসন। ফলাফল ঘোষণা হওয়া বাকি ২১টি আসনেও যদি পিটিআই জয় পায়, তবেও এককভাবে সরকার গঠন করতে পারবে না পিটিআই। আর তাই পিটিআই কাদের নিয়ে সরকার গঠন করবে সে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলাপ আলোচনা। কারণ দলগত আদর্শের দিক থেকে পিপিপি বা পিএমএল-এন; দুটোর সাথেই বৈরি সম্পর্ক পিটিআই এর।

ফলাফল ঘোষণায় বিলম্ব

এদিকে ভোট গ্রহণের দুই দিন পরও পূর্ণাংগ ফলাফল ঘোষণা না হওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছে পিপিপি এবং পিএমএল-এন। পিএমএল-এন এক বিবৃতিতে জানায় যে, কারচুপি করে পিটিআই’কে জিতিয়ে দিতেই পাকিস্তানের নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন এই বিলম্ব হচ্ছে।

তবে এমন অভিযোগ অস্বীকার করে দেশটির নির্বাচন কমিশন বলছে, গ্রহণকৃত ভোটের সংখ্যা বেশি হওয়াতেই ফলাফল নির্ভূল রাখতে দেরি হচ্ছে। আজ শুক্রবারের মধ্যেই পূর্ণাংগ ফলাফল ঘোষণা করা হবে বলে জানায় কমিশন।

সূত্রঃ আল জাজিরা

//এস এইচ এস//