ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

‘ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে, ইতিহাস তাদের ক্ষমা করে না’

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৩২ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করেনা। জনগণও তাদের কাছ থেকে কিছু পায় না।’

তবে, আওয়ামী লীগের নেতারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করে না বলে উল্লেখ করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে সকালে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে, ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা।
এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের মানুষকে ভালোবেসেই রাজনীতিতে এসেছেন। তাদের ভাত ও ভোটের অধিকার আদায়ই ছিলো মূল লক্ষ্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগনকে নির্যাতন করে উল্লাস করেছে খালেদা-তারেক। বিএনপির ওপর তাই মানুষের আস্থা নেই।’
শেখ হাসিনা আরও বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করলে শাস্তি পাবেই। এরা আবার ক্ষমতায় আসলে দেশ লুটে খাবে বলেও মন্তব্য করেন তিনি।’
ব্যক্তিস্বার্থে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায় না বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের সরকার প্রয়োজন। এ’জন্য ভোট চাইতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।’
পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন ‘মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/