ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভিডিও

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি সাইফুলকে

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

শারীরিক প্রতিবন্ধকতা আর দরিদ্র দমাতে পারেনি সিরাজগঞ্জের সাইফুলকে। দুটি পা অচল হলেও সচল তার চিন্তাশক্তি। কাদামাটি দিয়ে ভাস্কর্য বানিয়ে প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি। কাদামাটি দিয়ে নিপুণ হাতের ছোঁয়ায় একে একে গড়ে তোলা হচ্ছে গুণীজনদের আবক্ষ ভাস্কর্য। বিভিন্ন বার্তা দিয়ে সামাজিক ব্যধিমুক্ত সমাজ গড়তেও কাজ করছেন সাইফুল।

অচল দুটি পা নিয়ে ভূমিহীন দরিদ্র পরিবারে জন্ম নিলেও থেমে নেই সাইফুলের পথচলা। প্রথম বিভাগ পেয়ে রাজশাহী কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স করে হাতে তুলে নেন কাদামাটি আর রংতুলি। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা আর দেশের প্রতি ভালোবাসা থেকে শুরু করেন ভাস্কর্য তৈরির কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতাসহ অনেক গুণীজনের ভাস্কর্য তৈরি করেন সাইফুল।

শুধু তাই না, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ সামাজিক নানা ব্যাধি প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে দেয়ালে দেয়ালে লেখেন সচেতনতামূলক বিভিন্ন বার্তা।

সাইফুলের বার্তায় সচেতন হয়েছেন অনেকেই। সাইফুলের এমন কাজে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী।

জাতীয় জাদুঘরে প্রদর্শনী করে নিজের ভাস্কর্যগুলো দেশবাসীকে দেখাতে চায় সাইফুল। সাইফুলের ইচ্ছা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

একে//