ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ভিডিও

সাপে কাটার ভ্যাকসিন নেই টাঙ্গাইলের হাসপাতালগুলোতে

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গত বছর আয়েশা আক্তার শিমুকে সাপে কামড় দেয়। সাপে কাটার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে চেয়েছিলেন ভ্যাকসিন কোথায় পাওয়া যায়? টাঙ্গাইলের কোনো হাসপাতালেই দেওয়া যায়নি ভ্যাকসিন। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

গত ১৬ জুলাই ভ্যাকসিন দিতে না পেরে এক স্বাস্থ্য সহকারীর পিতার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে মামলা করে ক্ষুব্ধ স্বজনেরা।

তবে অভিযুক্ত চিকিৎসক জানান, সাপে কাটা রোগীকে ভ্যাকসিন দিতে যে রকম ব্যবস্থা থাকা দরকার তা হাসপাতালে নেই। একই যুক্তি হাসপাতাল কর্তৃপক্ষের।

বর্ষা মৌসুমে সর্প-দংশন বিষয়ে স্বিাস্থ্য ব্যুরো বিতরণ করা লিফলেটে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অথচ জেলার কোনো হাসপাতালেই দেওয়া যায় না ভ্যাকসিন। এ অবস্থায় হাসপাতালগুলোতে ভ্যাকসিন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা চালুর দাবি টাঙ্গাইলবাসীর।

একে//