ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ভিডিও

বিনামূল্যে সেবা দিচ্ছে রাজধানীর যে স্বাস্থ্যকেন্দ্র

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

রাজধানীতে হাজারীবাগের বেড়িবাঁধে চালু হয়েছে শামসুন্নেসা আরজু মনি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি ওই এলাকার স্বল্প আয়ের মানুষ। এখানে গর্ভবতী মা ও শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। স্বাস্থ্যকেন্দ্রের সেবায় সন্তুষ্টির কথা জানিয়েছে রোগীরা।

দুইজন নারী মেডিকেল অফিসার ও ৬ জন নার্স চিকিৎসা সেবা দেন এখানে। চিকিৎসকরা জানান, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখা হয়। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। প্রাথমিক ওষুধ এখান থেকে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া দ্রুত লেবার ওটি চালু হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। 

স্থানীয় সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, স্বাস্থ্য কেন্দ্রটি সবেমাত্র চালু হয়েছে। ক্রমান্বয়ে এটি আরো উন্নত করা হবে। 

এই এলাকার দরিদ্র মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায়, সেই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

একে//