আওয়ামী লীগ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে : আইনমন্ত্রী
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
আওয়ামী লীগ দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।আজ শুক্রবার আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিল না’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন,ওই সময় নারীদের কোন অধিকার দেওয়া হতো না। তাদের ওপর এসিড মারা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব নির্যাতন অবিচার বন্ধ করেছে।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না। তারা ক্ষমতায় এলে বাংলাদেশের কোন কিছু থাকবে না।
এসময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে বলেও জানান তিনি।
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এ সমাবেশে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম (পিওনা) প্রমুখ বক্তৃতা করেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাসস।
এমএইচ/ এসএইচ/