ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

হুমকির মুখে অ্যাসাঞ্জের ভবিষ্যৎ

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে যাচ্ছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই অ্যাসাঞ্জকে লন্ডনের ইকুয়েডরের দূতাবাস ছাড়তে হবে।

গত ছয় বছর ধরে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে বন্দি রয়েছেন অ্যাসাঞ্জ। প্রেসিডেন্ট লেনিন মুরিনো মাদ্রিদে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। অ্যাসাঞ্জের শরণার্থী জীবন কিভাবে শেষ হবে সে বিষয়ে ব্রিটেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের লবিস্ট ইতোমধ্যে অ্যাসাঞ্জের সঙ্গে নয়বার সাক্ষাৎ করেছেন। ২০১২ সালে ইকুয়েডরের দূতাবাস অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেয়। ২০১৭ সালে সুইডেন সরকার তার বিরুদ্ধে চলা তদন্ত কার্যক্রম স্থগিত করেন।

এমজে/