সাতক্ষীরায় `বন্দুকযুদ্ধে` নিহত ১
প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রেজাউল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, রেজাউল আন্তঃজেলা মোটরসাইকেল (বাইক) চোর চক্রের হোতা। ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর বাজারের নিকটে একটি ইটভাটার কাছে কালভার্টের ওপর ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও কিছু গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেজাউল শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মাজেদ মাঝির ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ১২টিরও বেশি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়াও তিনি উপজেলা সদরের আব্দুল্লাহেল বাকী অপহরণ মামলার প্রধান আসামি।
তথ্য কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, মোটরসাইকেল চোর চক্রের হোতা রেজাউল ইসলামকে রাজধানীর পল্লবী থানা পুলিশ বৃগত হস্পতিবার একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করে। শ্যামনগর থানা পুলিশ তাকে শুক্রবার সকালে সাতক্ষীরায় নিয়ে আসে। পরে রাতে রেজাউলকে নিয়ে খানপুর এলাকায় তার স্বীকারোক্তি অনুযায়ী আরও মোটরসাইকেল উদ্ধার করতে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন রেজাউল। পরে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে//