ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

মাইকেল ভন স্টুপিড: আদিল রশিদ

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

স্পিনার আদিল রশিদকে টেস্ট দলে ফেরানো নিয়ে ইংল্যান্ডের নির্বাচকদের তীব্র সমালোচনা করেছিলেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। সেই সমালোচনার জবানে ভনকে এক হাত নিলেন রশিদ। তিনি বলেন, সাবেক অধিনায়ক ভন `নির্বোধে`র মতো মন্তব্য করেছেন এবং তাঁর কথায় কিচ্ছু আ যায় না।

লেগস্পিনার আদিল রশিদকে ভারতের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছে। ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্টে ৩৮ উইকেট নিয়েছেন রশিদ। এবার ইংল্যান্ডের গরমে স্পিনাররা ভেল্কি দেখাতে পারে ভেবেই তাঁকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ রশিদের পারফরম্যান্স বেশ ভাল। সে কারণেই হয়তো ইংল্যান্ড রশিদকে টেস্ট দলে নিয়েছে।

ইংল্যান্ডের নির্বাচকদের রশিদকে ফেরানোর সিদ্ধান্তকে ভন হাস্যকর বলেও ব্যাখ্যা করেন। রশিদকে নিয়ে বিতর্কের কারণ, তিনি নিজেই জানিয়েছিলেন, শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলতে চান। চলতি মরসুমের জন্য তাঁর কাউন্টি ইয়র্কশায়ারের সঙ্গে শুধু সাদা বলের চুক্তিই করেছেন তিনি। ভন প্রশ্ন তোলেন, যে ক্রিকেটার নিজেই টেস্ট বা চার দিনের ম্যাচে খেলতে চান না, তাঁকে কী করে টেস্ট দলে রাখা হল?

ভনের এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না রশিদ। উল্টে তিনি বলেন, উনি (ভন) অনেক কথাই বলে যেতে পারেন। ওঁর ধারণা, মানুষ হয়তো ওঁর কথা শুনছে। আসলে কিন্তু উনি কী বলছেন, তাতে অনেকেরই কোনো আগ্রহ নেই। ওঁর মন্তব্য কারও কাছেই গুরুত্বপূর্ণ নয়।

সেই সঙ্গে রশিদ আরও বলেন, আমি যখন বছরের শুরুতে বললাম, লাল বলে ক্রিকেট খেলব না, তখনও উনি কিছু একটা টুইট করেছিলেন। বরাবরই বিতর্কিত হতে চান উনি এবং নির্বোধের মতো মন্তব্য করে চলেন।

সূত্র : জিনিউজ।

/ এআর /