ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

পাঁচটিতেই জয় পেয়েছেন ইমরান খান

প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ আসনেই জয় পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান । আর সবকটি আসনে জয় পেয়ে ইতিহাস গড়েছেন পাক এই সাবেক ক্রিকেটার।

পাকিস্তান নির্বাচন কমিশন যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা গেছে, ইসলামাবাদ, মিয়ানওয়ালি, করাচি, লাহোর ও বান্নু থেকে জয়ী হয়েছেন ইমরান। এবারের নির্বাচনে একমাত্র ইমরান-ই এমন ব্যক্তি যে সবকটি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছেন।

এদিকে ইমরান খান জয়লাভ করলেও পিপিপি, পিএমএল-এনসহ বেশ কয়েকটি বড় দলের প্রার্থীরা একাধিক আসনে পরাজিত হয়েছেন। ইমরানের পর সর্বোচ্চ চার আসন থেকে লড়াই করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। তবে তিনি লাহোর ছাড়া করাচি, সোয়াত ও দেরা ঘাজি খান আসনে পরাজিত হয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো প্রথমবারের মতো তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনিও দুটি আসনে পরাজিত হয়ছেন, জয়ী হয়েছেন একটিতে।

সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বসিও দুই আসন থেকে লড়াই করে দুটিতেই পিটিআই প্রার্থীদের কাছে হেরেছেন। ইসলামাবাদে তাকে পিটিআই প্রধান ইমরান খানের কাছে পরাজয় বরণ করতে হয়। আর নিচের আসন মুরিতে পিটিআই প্রার্থী সাদাকাত আব্বাসির কাছে পরাজিত হন তিনি।

এমজে/