হাসপাতাল ২৫০ শয্যা, ওষুধের বরাদ্দ ১০০ জনের(ভিডিও)
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার
মেহেরপুর জেনারেল হাসপাতাল নামে ২৫০ শয্যা হলেও চিকিৎসক ও ওষুধের বরাদ্দ ১০০ জনের। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক রোগী আসলেও সেবার চেয়ে দুর্ভোগ পোহাতে হয় বেশি।
২০১৩ সালের ২০ সেপ্টেম্বর মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার ঘোষণা করা হয়। এর পর ৫ বছর পেরিয়ে গেলেও সাইনবোর্ড ছাড়া পরিবর্তন হয়নি কিছুই।
হাসপাতালটিতে প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি হয়। ৩০ শয্যার ওয়ার্ডের বিপরীতে ভর্তি থাকে একশ’র বেশি রোগী। শয্যা সংকটে বেশির ভাগ রোগীরই ঠাঁই মিলে নোংরা ও দুর্গন্ধময় বারান্দা বা মেঝেতে। রোগী ও স্বজনদের অভিযোগ, সব ওষুধই কিনতে হয় বাইরে থেকে।
গরম বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানান চিকিৎসক ও নার্স।
রোগী বাড়লেও ১০০ শয্যার বরাদ্দ দিয়েই চিকিৎসাসেবা দিতে হচ্ছে বলে জানান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক।
দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল কার্যক্রম চালু করার দাবি মেহেরপুরবাসীর।