ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

সাব্বির-মোসাদ্দেক-বিজয়ের বিকল্প লিটন?

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

গায়ানায় ইতিহাস রচিত হতে পারতো আরও দু’দিন আগেই। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তার অভাবে সেটি আর হয়ে উঠেনি। সেই আক্ষেপ ঘুচাতে আজ সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা। সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগের ম্যাচটি মাত্র ৩ রানে জিতে তেতে রয়েছে ক্যারিবিয়রা। গেইলরা কোনোভাবেই আজ জয় হাতছাড়া করতে চাইবে না। এদিকে টেস্ট সিরিজ হারার তরতাজা যন্ত্রণা নিয়ে শুরু হওয়া ওয়ানডে সিরিয়ে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। গত ম্যাচে ভালো খেলেও তীরে এসে তরী ডুবে। তাই সিরিজ নির্ধারনী আজকের ম্যাচটি যেকোনোভাবে জিততে মরিয়া টাইগাররা।

সেন্ট কিটসে বাংলাদেশ এসেছে দুবার। দুবার দুই লক্ষ্য নিয়ে। ২০০৯ সালে বাংলাদেশ এসেছিল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করতে। ২০১৪ সালে ধবলধোলাই ঠেকাতে। প্রথমটি পেরেছিল, দ্বিতীয়টি পারেনি। এবার সিরিজের মীমাংসা করতে নামছে সাকিব-মুশফিকরা। পারবে তো?

ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, আজকের ম্যাচের একাদশ নির্বাচন নান্নুদের জন্য একটু চ্যালেঞ্জ-ই বটে। কারণ গায়ানার মতো ব্যাটিং বান্ধব হবে না আজকের পিচ। সেন্ট কিটসে আজ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। অপেক্ষাকৃত অভিজ্ঞরাই এখানে ভালো করবেন।

সেন্ট কিটসে বোলিং বান্ধব উইকেট হলেও মাঠ ছোট। সেই সঙ্গে শো শো বাতাস থাকায় একটু দেশেশুনে ব্যাট চালাতে পারলে রান উঠবে। তবে একটু অপেশাদার হলেই বিপদ। ক্যারিবিয় বোলাররা সুযোগ নিয়ে নেবেন।

সিরিজ–নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশ তাহলে কেমন হচ্ছে? হঠাৎ দলে পরিবর্তন আনার পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। যদিও দু-তিনটি জায়গায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চিন্তা আছে। ওপেনিংয়ে এনামুল হক, আর লোয়ার মিডল অর্ডারে সাব্বির রহমান-মোসাদ্দেক হোসেনকে নিয়ে।

গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন আগের ম্যাচে ডাক মারা এনামুল হক বিজয়। কিন্তু তাঁর আউটটা ছিল ভীষণ দৃষ্টিকটু। তবে মাশরাফি মনে করেন, এনামুলের ওই ৯ বলে ২৩ রানের ইনিংসটা সাকিব-তামিমকে বুঝেশুনে এগোতে সহায়তা করেছে। শেষ ম্যাচেও এনামুলকে বাইরে রাখার পক্ষে নন অধিনায়ক। যদি টপ অর্ডারে বড় পরিবর্তন আনতে হয় তাহলে লিটন দাসকে অন্তর্ভুক্ত করতে হবে।

লিটনকে নিলে খেলাতে হবে তিনে। কিন্তু তিনে ধারাবাহিক রান করা সাকিব আল হাসানকে কোথায় খেলাবেন মাশরাফি? পাঁচে? অধিনায়ক চান না হঠাৎ বাঁহাতি অলরাউন্ডারের ব্যাটিং পজিশন বদলাতে। সাকিবও তিনে সাবলীল খেলতে পারছেন। গত দুটি ম্যাচে বেশ ধারাবাহিকতা দেখিয়েছেন।

আজকে লিটনকে জায়গা দিতে হলে সাব্বির-মোসাদ্দেকের একজনকে বসিয়ে রাখতে হবে। এটি নিয়ে টিম ম্যানেজমেন্ট বেকায়দায়। কারণ গত দুই ম্যাচে এই দু’জনের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। আবার লিটনও টেস্ট সিরিজে ভালো করেছে। প্রস্তুতি ম্যাচে সত্তরোর্ধ্ব রান করেছেন। তাই অভিজ্ঞ লিটন মাঠে নামাতেও চাইছেন অনেকে।   

সেক্ষেত্রে ওপেনিংয়ে পরিবর্তন আনার চিন্তা মাথায় কাজ করছে নির্বাচকদের। ক্ষেত্রে বিজয়কে মাঠের বাইরে থাকতে হবে।

গত দুই ম্যাচে ওপেনিং করেন বহুদিন পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয়। কিন্তু খুব একটা সফল হন নি। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই বিদায় নেন উইকেট থেকে। দ্বিতীয় ম্যাচে ২৩ করেন। ক্যারিবিয় কন্ডিশনে যে নিজেকে মানাতে পারেন নি বিজয় সেটি আরও একবার প্রমাণ করলেন। কারণ প্রস্তুতি ম্যাচেও তিন বল খেলে রান ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এমতাবস্থায় প্রশ্ন উঠেছে কেন লিটনকে বসিয়ে রাখা?

/ এআর /