স্বায়ত্ত্বশাসনের শর্তে সিরিয়া সরকারের সঙ্গে কাজ করবে কুর্দিরা
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
মার্কিন মদদপুষ্ট সিরিয়ার কুর্দি বিদ্রোহীরা সিরিয়া সরকারের ‘রোডম্যাপ’ অনুযায়ী কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীন প্রাদেশিক সরকারের ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে রাজি হয়েছে কুর্দি বাহিনী।
আজ শনিবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। বাহিনীর রাজনৈতিক অংশ দ্য সিরিয়ান ডেমোক্রেটিক কাউন্সিল (এসডিসি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে ‘গণতান্ত্রিক এবং বিকেন্দ্রীয় সিরিয়া’ গঠনে কাজ করতে কাজ করতে নিজেদের আগ্রহ প্রকাশ করে। তবে সেক্ষেত্রে নিজেদের ‘সায়ত্ত্বশাসন’ দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয় যে, সরকারের সাথে দেনদনবার করতে একটি কমিটি গঠন করবে সংগঠনটি।
এসডিসি’র সহ-প্রধান রিয়াদ দারার গতকাল শুক্রবার বলেন যে, উত্তর সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দামেস্কোর সাথে আলোচনায় বসব আমরা। সময় এসেছে আমাদের সমস্যা আমরাই সমাধান করব”।
তিনি আরও বলেন, “আমরা আশা করি উত্তর অংশের সাথে আমাদের এই আলোচনা ফলপ্রসূ হবে। আমাদের কোন পূর্বশর্ত নেই”।
প্রসঙ্গত, ২০১৫ সালে কুর্দি বাহিনী গঠনের পর থেকে দেশটির এক চতুর্থাংশ শাসন করে আসছে এসডিএফ এবং এসডিসি। হাসাকেহ এবং কোবানের মতো কুর্দি উধ্যুষিত এলাকাসহ সেসব অঞ্চলে নিজেদের আলাদা সরকার ব্যবস্থা রয়েছে বাহিনীটির। সেখানকার রাজস্ব সংগ্রহসহ নিজেদের পুলিশিবাহিনী আছে এসডিএস এর।
সূত্রঃ আল জাজিরা
//এস এইচ এস//