ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

কয়লা উধাও  

তদন্ত চলছে, সরকারের ওপর আস্থা রাখুন: তৌফিক-ই-ইলাহী  

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কয়লাখনি থেকে কয়লা উধাওয়ের ঘটনায় তদন্ত চলছে। আপনার এ ব্যাপারে ধৈর্য্য ধরুন এবং সরকারের ওপর আস্থা রাখুন।   

আজ শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে সব কার্যক্রম চলছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত হচ্ছে। এ অবস্থায় এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।

সম্প্রতি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে প্রায় দেড় লাখ টন কয়লা উধাও হয়ে যায়। এ ঘটনায় এ কয়লা খনির সঙ্গে যুক্ত ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কয়লা লোপাটের এ ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ কয়লা কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরো বলেন, তাপ-বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকায় উত্তরাঞ্চলের মানুষের একটু কষ্ট হবে। তবে খুব শিগগিরই কয়লা আমদানি করে এ বিদ্যুৎকেন্দ্রটি চালু করার উদ্যোগ সরকারের রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

এসি