ডেল ভস্ত্রো সিরিজের ৮ম প্রজন্মের ল্যাপটপ
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
বাংলাদেশের বাজারে ৮ম প্রজন্মের প্রসেসর বিশিষ্ট নতুন ল্যাপটপ এনেছে গ্লোবালব্র্যান্ড। ডেল ব্র্যান্ডের ভস্ত্রো মডেলের সিরিজে এই ল্যাপটপটি বাজারজাত করছে বাংলাদেশে ডেলের অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড।
ভস্ত্রো সিরিজের দুইটি মডেল ভস্ত্রো ৫৩৭০ এবং ভস্ত্রো ৫৪৭১ এর এই ল্যাপটপ দুইটিতে আছে অষ্টম প্রজন্মের কোর-আই৫ প্রসেসর। এই ল্যাপটপগুলোতে রয়েছে ৮জিবি ডিডিআর৪ র্যাম, ১টিবি হার্ডডিস্ক ড্রাইভ ও ২৫৬জিবি সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এছাড়াও আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং এএমডি রেডিয়ন ৪জিবি গ্রাফিক্স।
১৩.৩ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিস্প্লে যুক্ত এই ল্যাপটপ দুটিতে রয়েছে এন্টি গ্লেয়ার এলইডি ব্যাকলিট ডিসপ্লে। আকর্ষণীয় গ্রে এবং সিলভার কালারে পাওয়া যাচ্ছে ল্যাপটপ দুটি।
গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাবে ৩ বছরের ওয়ারেন্টিযুক্ত ভস্ত্রো সিরিজের নতুন এই ল্যাপটপ দুইটি। এতসব ফিচার সহ ল্যাপটপ দুটির মূল্য যথাক্রমে ৭১ হাজার ৫০০ এবং ৭৬ হাজার ৫০০ টাকা।
//এস এইচ এস//