ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩০১

প্রকাশিত : ১১:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১২:১৩ এএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ৩০১ রান। আগের দুই ম্যাচে ১-১ এ সমতায় থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের লক্ষ্য তাই ৩০২রান।

ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের বেসেটেরি স্টেডিয়ামে আজ শনিবার ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গড়ে এই মাঠে ২৮৫ রানের অতীত রেকর্ড থাকায় ম্যাচ জিততে হলে যে বড় সংগ্রহ লাগবে তা জানে দুই দলই।

শুরু থেকেই রয়েসয়ে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ও এনামুল। তবে আগের ম্যাচে ঝড় তোলা এনামুল আজ ৩১ বলে ১০ রান করে আউট হন। এরপর অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে গুরুত্বপূর্ণ ৮১ রানের পার্টনারশিপ উপহার দেন তামিম। ৪৪ বলে ৩৭ রান করে সাকিব আর ১৪ বলে ১২ রান করে মুশফিক আউট হলেও একপাশ থেকে বাংলাদেশের বড় এই সংগ্রহে ব্যাট চালাতে থাকেন তামিম। ১২০ বলে ক্যারিয়ারের একাদশতম শতকের দেখা পান তামিম ইকবাল।

তবে যে সময়ে তিনি মারমুখো হবেন বলে মনে করা হচ্ছিল সেই সময়েই সাজঘরে ফেরেন তামিম। ১২৪ বলে ১০৩ রান করে অনাকাঙ্ক্ষিতভাবে বিশুর বলে পলওয়েলের তালুবন্দী হয়ে ফিরে আসতে হয় তাকে।

এরপর মাহমুদুল্লাহকে নিয়ে ৫৩ রানের আরেকটি বড় জুটি উপহার দেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজে ২৫ বলে করেন ৩৬ রান। ক্যারিয়ান অধিনায়ক হোল্ডারের বলে গেইলের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর সাব্বির হোসেনও দ্রুত ফিরে গেলেও মাহমুদুল্লাহ’র ওপর ভর করে ৩০০ এর কোঠা পেরোয় বাংলাদেশ। ৪৯ বলে ৬৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলীয় সংগ্রহ ৩০১-এ নিয়ে ঠেকান এই ব্যাটসম্যান। ৫ বলে ১১ রান করা মোসাদ্দেক আর মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

//এস এইচ এস//