ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘চাঁদের চাঁদা’ নিয়ে মোশাররফ করিম  

প্রকাশিত : ১১:১৮ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

দেশের অন্যতম নাট্য অভিনেতা হলেন মোশাররফ করিম। দর্শকদের নানা চরিত্রের মাধ্যমে বিনোদিত করেন তিনি।   

বিভিন্ন উৎসব বিশেষ করে ঈদে নতুন নতুন হাস্যরসাত্মক নাটক নিয়ে হাজির হন তিনি।

এর ধারাবাহিকতায় আসছে ঈদে অয়ন চৌধুরীর রচনা ও শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটকের নাম `চাঁদের চাঁদা` নিয়ে হাজির হবেন তিনি।   

টম ক্রিয়েশন প্রযোজিত সাত পর্বের এ ধারাবাহিকটি আসছে ঈদে দেশের যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।  

কিছুদিন আগে রাজধানীর সাভারে নাটকটির শুটিং শেষ হয়েছে। টানা চারদিন শুটিংয়ের পর শেষ হয় নাটকটির কাজ। 

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, আসলে সমাজের নানা ক্রাইসিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন দুইটা পথ থাকে, হয় চোখ বন্ধ করে দেখেও না দেখার ভান করা অথবা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা। নাটকে সেই ক্রাইসিস ও সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা কি ভুল করছি এবং আমাদের কি করা উচিত তাই দেখাতে চেয়েছি। মানুষ হাসানোর নামে এই সাত পর্বের নাটকে শিক্ষামূলক গল্পও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

মোশাররফ করিম ছাড়াও নাটকে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন রুবিনা রেজা জুঁই, ফারুক আহমেদ, রহমত আলী, সানজিদা তন্নী প্রমুখ।  

এমএইচ/এসি