ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

টি টুয়েন্টিতে কি হবে?

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতরাতে বরিবাসরীয় জয় পেল বাংলাদেশ। এটি বিদেশের মাটিয়ে ৯ বছর পর বাংলাদেশের সিরিজ জয়।

গায়ানাতে যে ইতিহাস রচিত হওয়ার কথা ছিল সেটি হলো সেন্ট কিটসে। গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মাত্র তিন রানে ক্যারিবিয়দের কাছে ধরাশায়ী হয়। ওই ম্যাচটি জিততে জিততে হেরে যায়। সেই থেকে খেলোয়ারদের মধ্যে একটা প্রত্যয় তৈরি হয়, সিরিজ জিততে হবেই।

ওয়ানডে সিরিজ তো জিতা হলো। সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দল। আবার বিশ্বের অনেক টি টুয়েন্টি টুর্নামেন্টের ফাঞ্চাইজিতে ক্যারিবিয়ান খেলোয়াড়দেরই দাপট বেশি দেখা যায়।

টেস্ট সিরিয়ে যে বাংলাদেশকে দেখলো বিশ্ব ওয়ানডেতে ঠিক তাঁর উল্টো। এখন টি টোয়েন্টিতেও একই অবস্থা ফিরে আসে কি-না এই শঙ্কাও করছেন অনেকে। কারণ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট যতটা ভালো খেলে, টেস্ট এবং টি টোয়েন্টিতে এ রকম ধারাবাহিক পারফর্মেন্স পাওয়া যায় না।

টেস্ট খেলাটি পাঁচদিনের খেলা যেখানে অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিতে হয়। এ জায়গায় এখনো ঘাটতি আছে দলের। তাই দেখা যায় পাঁচদিন ধরে খেলতে গিয়ে হঠাৎ করে দল ভেঙ্গে পড়ে। আবার টি টোয়েন্টির সবচেয়ে ছোট ফরমেটে বাংলাদেশ এখনও নিজেদের মানিয়ে নিতে পারেনি। ধারাবাহিক ক্রিকেট খেলতে পারছে না।

তবে ক্রিকেটবোদ্ধার বলছেন, সেন্ট কিটসের এই মাঠেই ৩১ জুলাই প্রথম টি টুয়েন্টি ম্যাচটি হবে। মাঠটি তুলনামূলক একটু ছোট, যা হয়তো বাংলাদেশকে একটু বাড়তি সহায়তা দেবে। কাগজে কলমে পিছিয়ে থাকলেও ওয়ানডে সিরিজের জয় তাদের নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে।

বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা ভালো না করলে ফল ভালো হয় না। কিন্তু টি টোয়েন্টিতে তো বেশ কয়েকজন সিনিয়র খেলোয়ার নেই। যেমন ওয়ানডে অধিনায়ক মাশরাফি ‍যিনি দলকে সব সময় উজ্জীবিত রাখেন তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দলে নেই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। বোলার তাসকিনও দলে নেই।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক।

/ এআর /