ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘গোরক্ষার নামে মুসলিম হত্যায় বিভাজনে পড়তে পারে দেশ’

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:৫২ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ভারতে বসবাসকারী মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ না হলে দেশ ১৯৪৭ সালের মতো আরো একটা বিভাজনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন বেগ৷ জম্মু-কাশ্মীরের সাবেক এ উপ-মুখ্যমন্ত্রী শনিবার এসব কথা বলেন

ভারতের গণমাধ্যম কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাজস্থানের আলোয়ার কাণ্ডের পর মুজফ্ফর হুসেন বেগ মন্তব্য করে বলেন, গরুর নামে মুসলমান হত্যা বন্ধ না করলে ফল ভালো হবে না৷ ১৯৪৭ সালে একটা বিভাজন আগেই দেখেছে দেশ।

আলোয়ারে রাকবার খান হত্যার মতোই একই ঘটনা ঘটে গত বছরে৷ সে সময় ৫০ বছরের এক প্রৌঢ় পেহলু খান গণপিটুনিতে মারা যায়৷ গোরক্ষার নামে গণপিটুনির এই ঘটনা বন্ধ করতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যারা এই সব ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি প্রদানের কথাও বলেছেন তিনি৷

প্রসঙ্গত, এই গণপিটুনির ঘটনায় বর্তমানে উত্তপ্ত দেশ৷ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মতে, ২০১৪-২০১৮-এর মধ্যে ৪০টি এই ধরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৫জন৷ ১৭জুলাই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে৷

সূত্র- কলকাতা ২৪

আরকে//