ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

পরাজয় দেখলেই বিএনপি মিথ্যাচার করে: হানিফ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

সিটি কর্পোরেশন নির্বাচনের দোহাই দিয়ে বিএনপি সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, যখনই কোনো নির্বাচনে পরাজয়ের শঙ্কা দেখা দেয়, তখনই বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। নানা অজুহাতে তরা আগে থেকেই মিথ্যাচার করে।

আজ রোববার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

হানিফ বলেন, নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসী ও যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা থেকে মুক্ত রাখা যাবে না। নির্বাচনকালীনই হোক আর পরবর্তী সময়েই হোক, এদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

আওয়ামী লীগ নেতা আরও বলেন, যখনই কোনো নির্বাচনে পরাজয়ের শঙ্কা দেখা দেয়, তখনই বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। নানা অজুহাতে তরা আগে থেকেই মিথ্যাচার করে। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনেও এমনটি হচ্ছে।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।