ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৩১ জুলাই

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে। যা চলবে ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরকে//