বোলিংয়ে মাশরাফি, ব্যাটিংয়ে তামিম সেরা
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। অার ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়েই সিরিজ জিতেছে টাইগাররা। এই সিরিজ জয় দ্বিতীয় ম্যাচেই করতে পারতো কিন্তু শেষ ওভারে এসে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচে এসে সিরিজ জয় করলো। ফলে বেশি কিছু রেকর্ডের সঙ্গেও যুক্ত হলো বাংলাদেশের খেলোয়াড়রা।
তিন ম্যাচের ওয়ানডেতে দুইটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২৮৭ রান নিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন এ হার্ড হিটার ব্যাটসম্যান।
অপরদিকে বোলিংয়ে ৭ উইকেট তুলে নিয়ে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
১. তামিম ইকবাল ২৮৭ রান, সর্বোচ্চ ১৩০*
২. সিমরন হেটমায়ার ২০৭ রান, সর্বোচ্চ ১২৫
৩. সাকিব আল হাসান ১৯০ রান, সর্বোচ্চ ৯৭
৪. ক্রিস গেইল ১৪২ রান, সর্বোচ্চ ৭৩
৫. রুভমান পাওয়েল ১১৮ রান, সর্বোচ্চ ৭৪*
শীর্ষ পাঁচ বোলার
মাশরাফি ৭ উইকেট, সর্বোচ্চ ৩৭/৪
রুবেল ৫ উইকেট, সর্বোচ্চ ৬১/৩
মুস্তাফিজ ৫ উইকেট, সর্বোচ্চ ৩৫/২
দেবেন্দ্র বিশু ৪ উইকেট, সর্বোচ্চ ৫২/২
জেসন হোল্ডার ৪ উইকেট, সর্বোচ্চ ৫৫/২
মেহেদি ৩ উইকেট, সর্বোচ্চ ৩৭/১
অ্যাশলে নার্স ৩ উইকেট, সর্বোচ্চ ৫৩/২
সাকিব ২ উইকেট, সর্বোচ্চ ৪৫/২
টেস্টে সিরিজে টাইগাররা ভালো করতে না পারলেও ওয়ানডে সিরিজে ভালো খেলেই জিতেছে।
এসএইচ/