ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

আন্তর্জাতিক যুব কমিটিতে বাংলাদেশের শারমিন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

আন্তর্জাতিক যুব কমিটির বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন শারমিন নাহার লিনা। আগস্টে দক্ষিণ এশিয়ার যুব সম্মেলন হবে শ্রীলংকায়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবেন লিনা। তিনি এনটিভির সংবাদ পাঠিকা।

এ বিষয়ে শারমিন নাহার লিনা বলেন, আমি খুবই আনন্দিত। খুব সম্মানিত বোধ করছি। ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম নিজের দেশের নাম সারা বিশ্বে নিজ যোগ্যতায় ছড়িয়ে দেবো। সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। এ জন্য সবার সহযোগিতা আমি চাই।

দেশের যুবসমাজ সম্পর্কে শারমিন বলেন, আমাদের দেশে এখনো যুবসমাজ অবহেলিত। আমি পুরুষদের পাশাপাশি অবহেলিত শিশু ও নারীদের নিয়ে কাজ করতে চাই। যেসব নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে, তাদের দিকে বেশি নজর দিতে চাই। যারা দারিদ্র্যের সঙ্গে লড়ছেন, তাদের প্রতিও আমি আলাদা গুরুত্ব দিতে চাই। আমি চাই, এ দেশের যুবসমাজ একদিন স্বাবলম্বী হবে।

শারমিন নাহার লিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর সংবাদ পাঠিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতা করার অভিজ্ঞতাও রয়েছে তার।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করছেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন শারমিন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার শক্তি দিয়ে আন্তর্জাতিক যুব কমিটিতে তিনি প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরকে//