ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

অপরাধীকে শাস্তি পেতেই হবে: নৌমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

সড়ক দুর্ঘটনায় অপরাধিকে শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান । চালকদের স্বেচ্ছাচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অপরাধির এই শাস্তি নিয়ে বিরোধিতা করার কারো কোন সুযোগ নেই।

রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়েরে সভাকক্ষে মোংলা বন্দরের জন্য একটি মোবাইল হারবার ক্রেন ক্রয়ের বিষয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ভারতের মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে, তা নিয়ে কোনও হইচই নেই। অথচ বাংলাদেশে সামান্য কোনও ঘটনা ঘটলেই হইচই শুরু হয়ে যায়।

মহারাষ্ট্রের ঘটনার সঙ্গে তুলনা করে কুর্মিটোলার সড়ক দুর্ঘটনাকে স্বাভাবিক বলছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে চুক্তিটা হোক, তারপর বলছি। চুক্তি শেষে তিনি এই বিষয়ে আর কোনও কথা না বলে বের হয়ে যান।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের সাইফ পাওয়ার কোম্পানি লি. এই ক্রেনটি সরবরাহ করবে। জার্মানের তৈরি লিভার ব্র্যান্ডের ক্রেনটি আগামী ছয় মাসের মধ্যে তারা সরবরাহ করবে। এজন্য ব্যয় হবে ৪২ কোটি ৭০ লাখ টাকা।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মোংলা বন্দরের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান ও সাইফ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

আরকে//