ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

কাফনের কাপড় মাথায় দিয়ে ভোটকেন্দ্রে যাব: বুলবুল

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

‘আগামীতে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও তীব্র করতে কাফনের কাপড় পড়ে ভোটকেন্দ্রে যেতে চান চান রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রোববার দুপুরে নির্বাচন অফিসে অভিযোগ দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুলবুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। এ নির্বাচন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও তীব্র করবে। আগামী কালকে আমরা কাফনের কাপড় মাথা দিয়ে আমরা ভোট যুদ্ধে যাব।

২৩-২৪ জন পোলিং এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, গত রাতে পুলিং এজেন্টের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাতে না যায়; এমনকি শহর ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়েছে। যদি কথা না শুনে তা হলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা সবার কাছে অনুরোধ করছি রাজশাহীর ঐতিহ্য লঙ্ঘন না করে ধৈর্যের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন। সীমাবদ্ধতা যেন কেউ লঙ্ঘন না করে। ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে।

দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে নিয়ে নির্বাচন কমিশন অফিসে যান মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি নির্বাচন কমিশনে লিখিত চারটি অভিযোগ দেন।

এগুলো হলে, পুলিং এজেন্টসহ ৩০/৩২ জন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, সাদা পোষাকের পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভোট কেন্দ্রে না যেতে নিষেধ করা, ধানের শীষের প্রতীকের অফিসে অবস্থান করলে গ্রেফতারের হুমকি এবং প্রিজায়ডিং অফিসারের তালিকা না দেওয়া।

এসএইচ/