ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মুক্তি পেলো ফিলিস্তিনি বীরকন্যা আহেদ তামিমি

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

দখলদার দুই ইসরাইলি সেনাকে থাপ্পড় ও লাথি দেয়ার দায়ে আট মাস কারাভোগের পর অবশেষ মুক্তি পেলো ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীকীকে পরিণত হওয়া বীরকন্যা আহেদ তামিমি।

আজ রোববার তাকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

অধিকৃত পশ্চিমতীরে তার গ্রাম নাবি সালেহে নিজ পরিবারের সদস্যদের ওপর বিনাকারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনাসদস্যের ওপর চড়াও হয়। তিনি সেনাদের চড় ও লাথি দেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেল তিনি প্রশংসা কুড়িয়েছে।

ইসরাইলের একজন কারা মুখপাত্র বলেন, শ্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে। সে পশ্চিমতীরে তার গ্রামের পথে রয়েছে।

গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তামিমির মা নারিমান এবং তার চাচাতো বোন নাওরকেও আটক করা হয়।

এর আগে আহেদের বাবা বাসেম আল তামিমি বলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারও কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছিল।

বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এ সাহসী কিশোরী বলেছিল, আমিই হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি। তখন সে জানায়, অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না। এর পর ইসরাইলি আদালত আহেদকে আট মাসের কারাদণ্ড ও ১৪০০ ডলার জরিমানা করেছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

টিআর/