গুলশান হামলার ইন্ধনদাতাদের তথ্য সূত্র পাওয়া গেছে: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ০৯:৩২ এএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৩২ এএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার ইন্ধনদাতাদের তথ্য সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, গুলশানের ঘটনায় জড়িতদের গ্রেফতার এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজান রেস্তোরাসহ এর আগে, যারা বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে--খুব শিগগিরিই এই চক্রকে খুঁজে বের করা হবে।
হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার অগ্রগতি নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ওই হামলা কিভাবে করা হয়েছে, কারা এর মূল হোতা? এমন অনেক তথ্যই পেয়েছে পুলিশ। অপরাধীদের গ্রেফতার এখন কেবলই ‘সময়ের ব্যাপার মাত্র’ বলেও জানান তিনি।
এছাড়া ব্লগার-প্রকাশক হত্যার চার্জশিটও তারা হাতে পেয়েছেন বলে জানান ডিএমপি কমিশনার।
এদিকে যারা সন্ত্রাসী হামলার মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারী দেন পুলিশের এই কর্মকর্তা।