ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

‘বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, প্রেম-বিয়ে নয়’

প্রকাশিত : ১১:০০ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে শুধু নারীকে উপদেশ নয়, সচেতনভাবে এগিয়ে আসতে হবে পুরুষদের। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, কিন্তু প্রেম নয়, বিয়ে নয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ইউএনডিপি-সহায়তায় ‘সেন্টার ফর মেন অ্যান্ড মাসকুলিনিটিজ স্টাডিজ’ আয়োজিত ‘তরুণ সমাজে নারী-পুরুষ সহিংসতারোধ’ নীতি-নির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, নারীর সবচেয়ে বড় শত্রু জঙ্গি, রাজাকার, ধর্মান্ধতা ও কুসংস্কার নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান।

তিনি বলেন, রাজাকাররা একাত্তরে নারী ‍নির্যাতন করেছিল, এখনও তারা ও তাদের দোসররা সেই দুষ্কর্মে বিশ্বাসী। এদের রুখতে শিক্ষক-ছাত্রসহ সব মহলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে শুধু নারীকে উপদেশ নয়, সচেতনভাবে এগিয়ে আসতে হবে পুরুষকে। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, কিন্তু প্রেম নয়, বিয়ে নয়।

তিনি আরও বলেন, রাজাকার, জঙ্গি ও নারী উত্যক্তকারীদের ‘তুই রাজাকার, দূর হ’, ‘তুই জঙ্গি, ধ্বংস হ’, এবং ‘তুই উত্যক্তকারী, নিপাত যা’ বলতে শিখতে হবে সকলকে।’

হাসানুল হক ইনু এ সময় গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের বিকাশের সাথে খাপ খাওয়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘বিকাশমান এই তিন পঞ্চের সাথে তাল মিলাতে নারী-পুরুষ বৈষম্য ও লিঙ্গ সহিংসতা দূর করার কোনো বিকল্প নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতিসংঘ তরুণ ও ছাত্র সমিতি, বাংলাদেশ এর সহ-সভাপতি সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাহ হুদা, ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির প্রধান কারিগরি পরামর্শক শর্মীলা রসুল।

সেন্টার ফর মেন অ্যান্ড মাসকুলিনিটিজ স্টাডিজ এর সভাপতি ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ সূচনা বক্তব্য দেন।

 

তথ্যসূত্রে: বাসস।

 

এমএইচ/ এসএইচ/