হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত
প্রকাশিত : ১০:১৭ এএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১০:১৭ এএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। আমেরিকার ২৪০ বছরের ইতিবাসে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দিলো বড় কোনো দল। দলীয় মনোনয়নের দিনে তাকে সাধুবাদ জানান দলের শীর্ষ নেতারা। সমর্থকদের প্রতিবাদ সত্ত্বেও হিলারিকে সমর্থন জানান দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।
ইতিহাস গড়লেন হিলারী। ডেমক্রাটদের হয়ে প্রথম নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তিনি। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে অতীতের রক্ষণশীলতাকেই ভাঙলেন এই ডেমাক্রাট।
এবারের প্রাইমারি ও ককাস শেষ হওয়ার আগেই মনোনয়ন নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। বেশিরভাগ নির্বাচনেই অধিকাংশ ডেলিগেটের সমর্থনও পান তিনি।
যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে এখন পর্যন্ত যে কজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের সবাই পুরুষ। এমনকি প্রধান দুটি দলও কখনো নারীদের প্রার্থী হিসেবে বাছাই করেনি। তাই নারীদের চোখে হিলারী অনন্য।
ডেমোক্রেটিক দলের সম্মেলনে হিলারিকে সমর্থন জানান সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারসহ অনেক শীর্ষ নেতা। হিলারিকে সাধুবাদ জানিয়ে বার্তা পাঠান সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারও।
তবে সমর্থক ও ভক্তদের আপত্তি সত্ত্বেও হিলারিকে সমর্থন জানান দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। উইকিফাঁসের পরও সমর্থকদের কাছে হিলারির হয়ে ভোট চান এই দুঁদে সিনেটর।
তবে হিলারি বিরোধী বিক্ষোভ থামেনি। তার পক্ষে দলীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের পক্ষপাতিত্ব আর ষড়যন্ত্রই এখন বিক্ষোভকারীদের মুখে মুখে।