সিলেটে ভোট সুষ্ঠু হচ্ছে: অর্থমন্ত্রী
প্রকাশিত : ০২:০১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
সিলেটে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপি প্রার্থী আরিফুল হকেরও প্রশংসা করেন।
আজ সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে নগরের দূর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখানে কামরান-আরিফ দুজনেই নগরের উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। তবে আমি নৌকা মার্কায়ই (কামরানের প্রতীক) ভোট দিয়েছি।
এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে সকাল ১০টায় সিলেট পৌছান অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন। সিলেট পৌঁছার পর নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
এছাড়া কাউন্সিলর পদে বাকেরকে (আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী) ভোট দিয়েছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাকের খুব ভালো ছেলে। নারী কাউন্সিলর পদে এবার দিবারাণী বাবলিকে ভোট দিইনি। সে একজন সন্ত্রাসী।
অবশ্য ২০১৩ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনে ভোট দিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন দিবারাণীকে ভোট দিয়েছি সে আমার এলাকার মেয়ে।
/ এআর /