নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি: হানিফ
প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রাজশাহী, বরিশাল ও সিলেট তিন সিটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছেন সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, পরাজয় জেনেই বিএনপি বিভিন্ন মনগড়া মন্তব্য করছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এ ধরনের অভিযোগ করছে। তাদের এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
হানিফ আরও বলেন, পরাজয়ের ভয়েই বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। এটি তাদের পুরোনো অভ্যাস।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ।
এসএইচ/