ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

সিলেট-১ আসনে ভোট করবে মোমেন: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে নিজের ছোট ভাই এ কে আবদুল মোমেন নির্বাচন করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বেলা ১১ টায় সিলেট সিটি নির্বাচনে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।  সিলেট নগরের বন্দরবাজারের দুর্গা কুমার সরকারি পাঠশালা কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি নির্বাচন করবো না। এখান থেকে আমার ভাই নির্বাচন করার সম্ভাবনা আছে। তবে দলীয় মনোনয়ন পেলেই সে নির্বাচন করবে।

প্রসঙ্গত, সিলেট-১ আসনটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আসনটির দিকে সবার নজর থাকে। স্বাধীনতার পর থেকে এ আসনে যে দল থেকে প্রার্থী জয়ী হয় সেই দলই সরকার গঠন করে।

মন্ত্রী আজ দুপুরেই হেলিকপ্টারযাগে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে। এর আগে সিটি নির্বাচনে ভোট দিতে সকালে হেলিকপ্টারযোগে সিলেটে আসেন অর্থমন্ত্রী। পরে রিকশাযোগে ভোট কেন্দ্রে যান তিনি।

ভোট দিয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ভোট ভালোই হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিএনপির কোনো লোক নেই। তারা এজেন্ট দিতে লোক পায়নি। এখন উল্টা বলছে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এটা মিথ্যাচার।

মন্ত্রী আরও বলেন, আমি নৌকায় ভোট দিয়েছি। নৌকা এবার পাস করবে। সরকার সিলেটে বিপুল উন্নয়ন হয়েছে।

সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। দলীয় প্রতীকের এ নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৬২ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/ এআর /