ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

সিলেটে বিএনপি মেয়র প্রার্থী এগিয়ে

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া ৯ কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছে।

৯ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী পেয়েছে ৪০৪৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান পেয়েছে ৩৯১০ ভোট।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে একজন ম্যাজিস্ট্রেটসহ চারজন আহত হয়েছেন।

এর মধ্যে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন। আরেক কেন্দ্রে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন একজন ম্যাজিস্ট্রেট।  

বিক্ষিপ্ত গোলযোগের কারণে আরও কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহন বিঘ্নিত হওয়ার খবরও পাওয়া যায়।

দুপুরের দিকে বিএনপি মেয়র প্রার্থী গণমাধ্যমকে বলেন, ফলাফল যাই হোক নির্বাচন বর্জন করলাম।

সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, `ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।‘

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার।

ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।