ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না: পলক

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে গতকাল রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক৷ আজ সোমবার ফেসবুকে তিনি এ তথ্য জানান।

তিনি আরও লেখেন, গত সপ্তাহে রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজি কেয়া, তার দুই শিশুসন্তান, গৃহ পরিচারিকা এবং গাড়িচালক একইসঙ্গে নিহত হয়৷ স্বজন হারানোর ব্যাথা যে কি নিদারুণ কষ্টের তা আমি বেশ উপলব্ধি করতে পারি৷ বিশেষ করে এই ধরণের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। মহান আল্লাহ্ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

ঘাতক বাস চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দ্বোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

শেখ হাসিনার সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও সরকার কাজ করে যাচ্ছে৷ কিছুদিন আগে মন্ত্রিসভায় বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৬টি কার্যকরী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

চালক ও তার সহকারীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, দূরপাল্লার যাত্রায় একজন চালককে যেন ৫ ঘণ্টার বেশি একটানা গাড়ি না চালাতে হয় সেজন্য বিকল্প চালক রাখা, নির্দিষ্ট দূরত্ব পরপর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ম তান্ত্রিক রাস্তা পারাপার বন্ধ, সিগন্যাল মেনে চলা এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

 

এমএইচ/ এসএইচ/